Terms and Privacy Policy

ভোরের আলো আইটির শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালা

01. ভোরের আলো আইটি কী?

ভোরের আলো আইটি প্রধাণত একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানি। Vorer Alo IT.com প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেয়, বিভিন্ন আইটি সার্ভিস প্রদান করে ও আইটি বিষয়ক চাকুরির ব্যবস্থা করে থাকে এবং নিয়মিত প্রযুক্তি বিষয়ক ব্লগপোস্ট প্রকাশ করে থাকে 😎😎

ভোরের আলো আইটি প্রতিষ্ঠাতা অ্যাডমিন জনাব মোঃ মাহাবুর আনাম ২০২২ সাল থেকে ফ্রিল্যান্সিং ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যান্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আমার কাজ শিখা মূলত ভোরের আলো আইটির মাধ্যমে সেখান থেকেই কাজ শিখে আমি আজ সফল ফ্রিল্যান্সার হিসেবে পরিচিত।

02. কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস

প্রতি (ফ্রি/পেইড) কোর্সের রেজিস্ট্রেশন ফি ৳৫১০ টাকা।

পরীক্ষা দেয়ার আবেদন ফি ৳৩০০ টাকা।

সার্টিফিকেটের জন্য আবেদন ফি ৳৩০০ টাকা।

স্টুডেন্ট আইডি কার্ডের ফি ৳২০০ টাকা।

সার্টিফিকেট হারিয়ে গেলে বা ভুল সার্টিফিকেট সংশোধনের আবেদন ফি ৩০০ টাকা।

প্রতিটি সার্টিফিকেটের মেয়াদ সার্টিফিকেট ইস্যুর দিন হতে ৩ বছর। সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাবার পর পুনরায় উক্ত কোর্সে পরীক্ষা দিয়ে পাশ করা সাপেক্ষে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে যার মেয়াদও থাকবে ৩ বছর।

পরীক্ষা দিয়ে যারা অকৃতকার্য হবে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে না এবং সার্টিফিকেটের আবেদন ফি’ও অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।

সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণকারীরা বা অকৃতকার্যরা পুনরায় পরীক্ষা ফি ৫০০ টাকা দিয়ে পাশ করা সাপেক্ষে সার্টিফিকেট নিতে পারবে।

যে কোন কোর্সের প্রতিটি ক্লাসের ০১ ঘণ্টা পূর্বে SMS নটিফিকেশন পাবার আবেদন ফি ৳১০০ টাকা যা কোর্সে ভর্তি সময় পে করতে হবে।

বাড়িতে বসে লাইভ কোর্সের ক্লাস করার আবেদন ফি মূল কোর্সের ১০০%।

যেসব কোর্সের ফ্রি কোর্স ফিচার রয়েছে সেসব কোর্সের ফ্রি কোর্সে রেগুলার কোর্সের কিছু অংশবিশেষ শেখানো হবে।

জব অফার যুক্ত কোর্সের ক্ষেত্রে কোর্স ফি দেয়া বাধ্যতামূলক। ফি নির্ধারণের ক্ষেত্রে ভোরের আলো আইটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। অফলাইন কোর্সের ফি ১ম মাসের বেতনের সঙ্গে ফেরত দেয়া হবে না তবে ০৭ দিনের অলাইন কোর্সের ক্ষেত্রে দেয়া হবে। ট্রেনিং কোর্স বা জবে অযোগ্য কিংবা ১ম মাসের বেতন পাওয়ার পূর্বেই জব ছেড়ে দিলে কোর্স ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।

আর্টিকেল রাইটিং অনলাইন কোর্সের বাকি চ্যাপ্টারের ক্লাসগুলো প্রতি সপ্তাহে আপডেট করা হয়ে থাকে সাধারণত। অসুস্থতা, অফিস, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার জন্য ক্ষেত্রবিশেষে ক্লাস ভিডিও আপডেট করতে সাধারণ সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে। ডিজিটাল মার্কেটিং কোর্সের এক তৃতীয়াংশ শেষ করার পর আমাদের নিয়মে কাজ করে কেউ যদি ইনকাম শুরু না করতে পারে তাহলে তার পুরো কোর্স ফি সে ফেরত নিতে পারবে। ওয়েবসাইট প্যাকেজ ক্রয় করার পর কেউ যদি আমাদের নিয়মে কাজ করে তিন মাসের মধ্যে ইনকাম স্টার্ট করতে না পারে তাহলে তার পুরো সার্ভিস ফি সে ফেরত নিতে পারবে। তিন মাসের আর্টিকেল রাইটিং কোর্স করে যদি আমাদের নিয়মে কাজ করে কেউ আয় করতে না পারে সেও পুরো কোর্স ফি সে ফেরত নিতে পারবে।

ভোরের আলো আইটির "স্মার্ট বাংলাদেশ প্রজেক্ট - SBP" এর আওতায় স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে ০৬টি কোর্সে ০৩ মাস মেয়াদি ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছে। কোর্সের তালিকা ও ক্লাসের বিষয়বস্তু দেখতে এই লিংকে চাপ দিন। প্রতিটি ফ্রি কোর্সের রেজিস্ট্রেশন ফি ৳৫১০ টাকা। এসব ফ্রি কোর্সে সিকিউরিটি মানি হিসেবে ১০০০ টাকা হারে জমা দিতে হয় ক্লাস শুরুর ০৩ দিনের মধ্যে। সিকিউরিটি মানি শুধুমাত্র তাদেরকে ফেরত দেওয়া হয় যারা ৯০% সকল ক্লাসের পুরো টাইমে উপস্থিত থাকে এবং কোর্স শেষে ফাইনাল পরীক্ষাতে অন্তত ৫০% নম্বর পেয়ে কৃতকার্য হয়। কোনো ক্লাসে অনুপস্থিত বা ০৫ মিনিটের বেশি লেট করে ক্লাসে প্রবেশ করলে বা ক্লাস শেষ হওয়ার আগেই ক্লাসরুম ত্যাগ করলে প্রতিটি অ্যাক্টিভিটির জন্য ৫০ টাকা হারে জরিমানা দিতে হয় কোর্সের ফাইনাল পরীক্ষা শুরুর আগের দিনের মধ্যে। এসব কোর্সের ছাত্রছাত্রীদের স্মার্ট আইডি কার্ড বাবদ ২০০ টাকা হারে ফি দিতে হয়। ফাইনাল পরীক্ষা, সার্টিফিকেট ও অনলাইন সার্ভারে সার্টিফিকেট সংরক্ষণ বাবদ ৩০০ টাকা হারে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হয় ফাইনাল পরীক্ষার একদিন আগেই। যারা নূন্যতম ৫০% মার্ক পাবে না তারা অকৃতকার্য বলে বিবেচিত হবে এবং সার্টিফিকেট পাবে না, তবে পুনরায় পরীক্ষার ফি দিয়ে পরীক্ষাতে অংশগ্রহণ করে পাশ করা সাপেক্ষে সার্টিফিকেট পাবে। এই কোর্সে অনলাইন ও অফলাইন উভয় ক্লাসের ব্যাবস্থা আছে। স্মার্ট বাংলাদেশ প্রজেক্ট সিজন-০১ এর আওতায় ৪০০ জনকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে। একটি ব্যাচে সর্বোচ্চ ২৫ জন করে অন্তত ১৬টি ব্যাচ পরিচালনা করা হবে।

03. সাধারণ টার্মস

  1. ভোরের আলো আইটির পেইড ব্লগ রাইটারদের জন্য প্রকাশিত নীতিমালা শুধু তাদের দেখার জন্যই উন্মুক্ত যা অন্য কারো সাথে শেয়ার করা নিষিদ্ধ। পেইড মেম্বারদের পোস্ট জমা দেয়ার জন্য ও জমাকৃত পোস্ট ভোরের আলো আইটির ওয়েবসাইটে প্রকাশের পূর্বে দেখার জন্য নিজ গুগল অ্যাকাউন্টে লগিন করা বাধ্যতামূলক।
  2. ব্লগ পোস্টে শেয়ার করা প্রত্যেকটি প্রোডাক্ট, অ্যাপ, ওয়েবসাইট বা সমকালীন বিষয় ভিত্তিক টিপস, তথ্য, ট্রিকস নিজ দায়িত্বে ব্যবহার করবেন [কোন ধরণের অনাকাঙ্খিত ক্ষয় ক্ষতির দায়ভার ভোরের আলো আইটি বহন করে না]।
  3. আপনি যদি ভোরের আলো আইটিতে ওয়েবসাইট অর্ডার করেন এবং/কিংবা আপনার সার্ভিসটির মধ্যে যদি গুগল অ্যাডসেন্স থেকে থাকে তাহলে আপনার সাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবেই এমন নিশ্চয়তা ভোরের আলো আইটি দেয় না। কারণ অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার সমস্ত কর্তৃত্ব গুগল কর্তৃপক্ষের। এক ব্যক্তির একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার গুগল কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আপনাকেই আবেদন করতে হবে। তবে এ সংশ্লিষ্ট যেকোন সমস্যার জন্য ভোরের আলো আইটি আপনাকে ফ্রিতে সাহায্য করবে সারাজীবন।
  4. ভোরের আলো আইটি থেকে ওয়েবসাইট প্যাকেজ ক্রয় করে ফ্রিল্যান্সিং করার সার্ভিসের সহিত বেসিক ভার্সনের থিম প্রদান করা হয়। এই প্যাকেজের কোনো রিভিশন সার্ভিস নেই। প্যাকেজ নেওয়ার পর অতিরিক্ত সাইট কাস্টমাইজেশন ও ইমপ্লিমেন্টের জন্য আলাদা সার্ভিস চার্জ প্রযোজ্য। ক্রয়কৃত প্যাকেজের যে কোনো সমস্যার জন্য প্রোডাক্ট লাইফটাইম ফ্রি সার্ভিস দেওয়া হয়। সাইট প্যাকেজ বা পোস্ট ক্রয় করার পর তা এক বছরের বেশি সময় অব্যহ্নত কিংবা ডোমেইন ক্যান্সেল হয়ে গেলে পোস্টগুলো ভোরের আলো আইটি রিইউজ করতে পারবে।
  5. সাধারণত অর্ডার করার ০৭ দিনের মধ্যে ওয়েবসাইট প্যাকেজ ডেলিভারি দেওয়া হয়। তবে একই সাথে অনকেগুলো অর্ডার জমা হলে কিংবা পোস্টের সংকট থাকলে ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে। অর্ডার করার পর কোনো ক্রমেই ওয়েবসাইট প্যাকেজ ক্যান্সেল বা রিফান্ড করার সুযোগ নেই। কন্টেন্ট সংকট থাকলে ওয়েবসাইট ডেলিভারি দেওয়ার সময় ৬টি পোস্ট দেওয়া হয়, বাকি ২৪টা পরবর্তী সময়ে স্টকে থাকা সাপেক্ষে দেওয়া হবে।
  6. ভোরের আলো আইটির ব্লগার থিম ক্রয় করার পাশাপাশি যদি কাস্টমাইজ করে নিতে চান তার জন্য আলাদা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আপনি থিম ক্রয় করার পর তা ক্রয়/বিক্রয়/হস্তান্তর/একাধিক সাইটে সেটআপ করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এসব ভোরের আলো আইটির দৃষ্টিগোচর হলে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মূল থিম স্ট্রাকচার ডিজাইন ও কোডিং ভোরের আলো আইটির নয়, ভোরের আলো আইটি রি-ডিজাইন ও অতিরিক্ত সুবিধা যোগ করেছে। ভোরের আলো আইটির থিমটি জেট থিমের ফ্রি ভার্সনের মডিফাইড ভার্সন। বর্তমানে থিমটি সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। ভবিষ্যতে মূল্য নির্ধারিত হলে সেটা জানিয়ে দেওয়া হবে।
  7. এই সাইটে প্রকাশিত কোন বহিঃর্গত লিঙ্কের প্রতি ভোরের আলো আইটি কোন নিরাপত্তা প্রদান করে না, নিজ দায়িত্বে বহিঃর্গত লিঙ্কে প্রবেশ করতে হবে এবং সেখানে কোন তথ্য প্রবেশ করানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। 
  8. অবৈধ/ভুল নিয়মে পূরণকৃত/পাঠানো ফরম ও পেমেন্ট অসংশোধনযোগ্য ও অফেরযোগ্য।
  9. যেসব কোর্সে দুই কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ আছে; সেসব কোর্সের ভর্তির সময় অর্ধেক এবং ভর্তির দিন থেকে আগামী ৩০ দিনের মধ্যে বাকি অর্ধেক ফি পরিশোধ করতে ব্যার্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। ভর্তি বাতিল হয়ে গেলে পূর্বে প্রদানকৃত ফি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে। ভোরের আলো আইটির কোনো সার্ভিস/কোর্সের পেমেন্ট করার পর তা বাতিল করা বা ফেরত নেওয়ার সুযোগ নেই। ডিজিটাল মার্কেটিং কোর্সে ফুল পেমেন্ট ক্লিয়ার না করলে ৬ নম্বর চ্যাপ্টারের পরে কোনো ক্লাসে একসেস দেওয়া হয় না।
  10. ক্ষেত্র বিশেষে আপনি ভোরের আলো আইটির কোন সেবা/ সার্ভিস/ কোর্সের অনলাইন ফরম জমা দেওয়ার পর উল্লেখিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে আপনার সাথে যোগাযোগ করতে।
  11. বৈদ্যুতিক গোলযোগ, কারিগরি ত্রুটি কিংবা অসাবধানতার জন্য ক্ষেত্র বিশেষে আপনার/আপনাকে সার্ভিস/সেবা/রিভিউ/কনফার্মেশন পেতে/জানাতে উল্লেখিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগতে পারে।
  12. ভোরের আলো আইটির ০১ দিনের কর্ম ঘণ্টা (ওয়ার্কিং আওয়া/অফিস টাইম/কর্ম দিবস) ধরা হয় সকাল ০৯টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত মোট ০৮ ঘণ্টা (শুক্রবার, টিফিন টাইম [দুপুর ০২.০০-০৩.০০] ও সরকারি ছুটির দিন ব্যতিত)। তাই ভোরের আলো আইটির ২৪ ঘণ্টা = আপনার হিসেবে অন্তত ০৩ দিনের সমান। (ভোরের আলো আইটির হেল্পলাইন 01792896347 নাম্বার ২৪/৭ খোলা থাকে। খুবই জরুরি প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন অফিস টাইমে কল করতে। এছাড়া প্রয়োজনে ফেসবুক পেজ বা হোয়াটস অ্যাপে ২৪/৭ যেকোনো সময় ম্যাসেজ দিতে পারেন। ফেসবুক পেজে প্রতিনিয়ত অনেক মানুষ ম্যাসেজ দেয় তাই ইমার্জেন্সি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ বা কল করতে পারেন।
  13. আপনার কাঙ্খিত সেবা/সার্ভিস/তথ্য যথাসময়ে না পেলে এই 01792896347 নম্বরে কল করে অভিযোগ জানান। 
  14. সকল কোর্স ও জব এক্সপেরিয়েন্স অনলাইন সার্টিফিকের ফি ৩০০ টাকা, PDF কপির ফি ৫০০ টাকা এবং মেইন কপি/ কুরিয়ারে নিলে তার ফি ১০০০ টাকা।
  15. ভোরের আলো আইটিতে কর্মরত কোনো ব্যক্তির সুনির্দিষ্ট কারণের প্রেক্ষিতে জব ক্যানসেল হয়ে গেলে উক্ত ব্যক্তি কোনো অ্যাপিল করতে চাইলে জব ক্যান্সেলের পরবর্তী ৭ দিনের মধ্যে ভোরের আলো আইটির অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে।
  16. যে কোন কোর্সের/সার্ভিসের ফরম পূরণ ও পেমেন্টের ক্ষেত্রে বা ভোরের আলো আইটি কোন কাজের ক্ষেত্রে কেউ অবৈধ পন্থা অবলম্বন করে ধরা খেলে শাস্তি স্বরুপ ৳৫,০০,০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে। ভুল নিয়মে পূরণকৃত/পাঠানো ফরম ও পেমেন্ট অসংশোধনযোগ্য ও অফেরতযোগ্য।
  17. কোর্সের বাকি টাকা আয় করে পরিশোধ করার সুযোগ যাদেরকে দেওয়া হবে, তারা যদি ক্লাস শুরুর ০৩ মাসের মধ্যে ইনকাম শুরু করতে না পারে তাহলে ৩মাস ১সপ্তাহের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে নিজ দায়িত্বে।
  18. স্পন্সর কন্টেন্ট যদি অ্যাডসেন্স, ইউটিউব, ফেসবুক, ব্লগার কন্টেন্ট নীতিমালা বিরধী হয় তাহলে তা ভোরের আলো আইটি থেকে সরিয়ে দেওয়া হবে স্পন্সরকারীকে অবহিত করা ছাড়াই এবং স্পন্সর মানি অফেরযোগ্য বলে বিবেচিত হবে।
  19. ফ্রিল্যান্স রাইটারদের নীতিমালা মেনে পোস্ট করা বাধ্যতামূলক। আর্টিকেল রাইটিং এর জন্য অফিসে এসে কোর্স করলে ফি অফেরতযোগ্য।
  20. দুর্ঘটনাবসত বা কোনো নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে ভোরের আলো আইটির কোনো সার্ভিস বন্ধ হয়ে গেলে, সংশ্লিষ্ট বিষয়ের ওপর সকল দাবিদার/পাওনাদারের কোনরুপ দাবিদাওয়া থাকবে না। সাধারণত ক্যাশলেস মাধ্যমে লেন/দেনের ক্ষেত্রে ভোরের আলো আইটি ক্যাশআউট খরচসহ লেন/দেন করে না।
  21. ভোরের আলো আইটির যে কোনো সার্ভিস/কোর্স/সেবা নেওয়ার জন্য সার্ভিস/কোর্স/সেবা গ্রহীতাকে অবশ্যই ফেসবুক, ইউটিউব, গুগল সার্চ, হোয়াটসঅ্যাপ এবং ইমেল পরিচালনায় দক্ষ হতে হবে।
  22. ভোরের আলো আইটির কোনো কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী বা সার্ভিস গ্রহণকারী কর্তৃক সৃষ্ট যেকোনো ধরণের অপ্রীতিকর কর্মকান্ডের দায়ভার এককভাবে ঘটনাসৃষ্টিকারীর ওপর বর্তাবে, কোনো ক্রমেই ভোরের আলো আইটি তার জন্য দায়ী থাকবে না। ভোরের আলো আইটির কর্মচারীগণ ভোরের আলো আইটি থেকে প্রাপ্ত যেকোনো সুবিধা/বেতন/অন্যান্য উপহার সামগ্রী/ দায়িত্বপ্রাপ্ত তথ্য, কাজ, ডাটাবেজ সম্পর্কে কাউকে অবহিত/জিজ্ঞাসা করতে পারবে না প্রধান অ্যাডমিনের অনুমতি ছাড়া।
  23. ভোরের আলো আইটির ফিজিক্যাল অফিসের কর্মচারীগণকে কর্ম ঘণ্টা শুরুর অন্তত ১৫ মিনিট আগে অফিসের নিজ কক্ষে প্রবেশ করে নিজ নিজ কক্ষের ব্যবহ্নত সামগ্রী পরিষ্কারপূর্বক নিজের ব্যক্তিগত পিসি চালু করে অনলাইন ডাটাবেজে নিজের উপস্থিতি সংযুক্ত করবে। (প্রতিমাসে ০৪ বারের বেশি) অফিসে এসে অনলাইন ডাটাবেজে যথা সময়ের মধ্যে নিজের উপস্থিতি সংযুক্তি করতে ব্যার্থ হলে প্রতিবার লেট সাবমিশনের কারণে ৫০টাকা হারে বেতন কর্তন করে নেওয়া হবে। ব্রেক টাইমের ক্ষেত্রে আর্লি এবং লেইট সাবমিশনের ক্ষেত্রে একই নিয়মে জরিমানা করা হবে। কর্তন করে নেওয়া অর্থ প্রতিদিন যারা যথাসময়ে উপস্থিতি যুক্ত করে, মাসেশেষে তাদের মাঝে সমমূল্যের উপহার হিসেবে বণ্টণ করে দেওয়া হবে। প্রতিমাসে জরিমানার শিকার হওয়া কর্মচারীদের কোনো প্রমোশন দেওয়া হবে না এবং সময়ানুবর্তীতার চর্চা না করার কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। অফিস টাইম শেষের প্রাক্কালে ক্লোজিং টাইমের ঘরে আর্লি সাবমিশনের ক্ষেত্রেও একই জরিমানার বিধান প্রযোজ্য হবে। প্রতিটি আনঅফিসিয়াল পার্সোনাল অ্যাক্টিভিটির জন্য বেতন থেকে জরিমানা করা হবে। আন অফিসিয়াল পারসোনাল অ্যাক্টিভিটির কিছু উদাহরণ দেওয়া হল: গেম খেলা; ফেসবুকে, ইউটিউবে ভিডিও, স্টোরি দেখা; অপ্রয়োজনীয় আড্ডা দেওয়া, ঘুমানো, ইত্যাদিসহ আরো অনেক কিছু। একই সাথে অবসর সময়ে এক্সট্রা অফিসিয়াল এক্টিভিটির জন্য বেতনের অতিরিক্ত বোনাসের ব্যবস্থা করা হবে। যার যেই দায়িত্ব আছে সেটা সম্পূর্ণ করার পর  অবসর সময়ে আমাদের অফিসের ইনকাম বাড়ানো যাবে এরকম যে কোন চিন্তা-ভাবনা/কাজ মতামত এই বিষয়গুলোর অন্তর্ভুক্ত হবে।
  24. কোন কোর্স বা সার্ভিসের একসেস দেওয়ার পর তার ইমেল পরিবর্তন করতে চাইলে উক্ত কোর্স বা সার্ভিসে নতুন করে ভর্তি হতে হবে যেভাবে নতুনরা ভর্তি হয়।
  25. ১৯ আগস্ট ২০২১ থেকে ২০ জুন ২০২৩ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সে ভর্তি হলে অন্যান্য অনলাইন কোর্স ফ্রিতে করা যাবে এমন অফার চলমান ছিল। ২১ জুন ২০২৩ তারিখ থেকে তা অকার্যকর ঘোষণা করা হয়েছে, কারণ উক্ত বিষয়ে বিগত সময়ে কারো কোনো আগ্রহ পরিলক্ষিত হয় নি।
  26. ভোরের আলো আইটি থেকে কোন সার্ভিস নেওয়ার সময় তার মধ্যে যদি ডোমেইন অন্তর্ভুক্ত থাকে, তাহলে যেদিন ডোমেইন অর্ডার করেছেন সেদিন থেকে প্রতি ৩৬০ দিনের মধ্যে পরবর্তী বছরের জন্য অর্থ পরিশোধপূর্বক রিনিউ করতে হবে নিজ দায়িত্বে।
  27. ভোরের আলো আইটির যে কোনো প্ল্যাটফর্মে অগঠনমূলক, অসামাজিক, অশ্রাব্য, অশ্লীল, অসত্য, বাটপারি, নীতি বিবর্জিত, আক্রমনাত্ত্বক বা অনৈতিক আচরণ (পোস্ট, কমেন্ট, ম্যাসেজ, ভয়েস/ভিডিও কল ইত্যাদি) করলে পূর্ব নোটিস ছাড়াই (ভোরের আলো আইটির ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে) ব্যান করা হতে পারে। ব্যানকৃত ব্যক্তি ভোরের আলো আইটির কোনো কোর্স/সার্ভিসে ভর্তি হয়ে থাকলে তা ক্যান্সেল করা হবে একই সাথে কোর্স/সার্ভিস ফি অফেরতযোগ্য বিবেচিত হবে। ক্ষেত্রবিশেষে উক্ত ব্যাক্তির বিরুদ্ধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

3.1 কপিরাইট নীতি

ভোরের আলো আইটি এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্ত্বাধিকারী কেবল মাত্র ভোরের আলো আইটি। যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ। তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে ভোরের আলো আইটি ওয়েবসাইটের DoFollow লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।

ভোরের আলো আইটিতে প্রকাশিত ব্লগপোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ)। মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন। 

তাছাড়াও যদি কোন ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে ভোরের আলো আইটিতে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তাহলেও ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।

গোপনীয়তা নীতি

ভোরের আলো আইটির ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোন তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা ভোরের আলো আইটি দেয় না।

আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্র্যাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি। আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার করে থাকি।

এই ওয়েব সাইটের সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্র বিশেষে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য উপযুক্ত অথেনটিক অ্যাকাউন্ট/কোড ব্যবহার করতে হতে পারে। 

4. কমেন্ট পলিসি

ভোরের আলো আইটির যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট ভিডিও বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন। 

যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।

উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।

কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের ব্যবহার নিষিদ্ধ।

আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

5. আমাদের নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে

আপনি ভোরের আলো আইটি প্ল্যাটফর্মের (ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অফিস ইত্যাদি) যে কোনো অংশ ভিজিট করার মাধ্যমে এই প্ল্যাটফর্মের সকল শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন। আপনি যদি আমাদের কোন শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে ভোরের আলো আইটির সকল সার্ভিস/ সেবা গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন। ভোরের আলো আইটির সকল সার্ভিস বা কোর্সে লাইফটাইম শতভাগ ক্লায়েন্ট স্যাটিসফিকশন গ্যারেন্টি দেওয়া হয়; তাই আপনি অসন্তুষ্ট বা আমাদের কোনো শর্ত, গোপনীয়তা নীতি ও নীতিমালার বিষয়ে আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

06. বিশেষ দ্রষ্টব্য

ভোরের আলো আইটিতে প্রকাশিত বিভিন্ন কোর্সের ফ্রি ও পেইড মেম্বারশীপ রয়েছে। যে কোন কোর্সের পেইড মেম্বারশীপের সাবস্ক্রিপশন চার্জ নির্ধারণের ক্ষেত্রে ভোরের আলো আইটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

সকল কোর্সের আবেদন, ভর্তি, আইডি কার্ড, সার্টিফিকেটের ক্ষেত্রে অতিরিক্ত ফি দেয়া সবার জন্য বাধ্যতামূলক। 

অনলাইন ও অফলাইন কোর্সের ক্ষেত্রে আলাদা ফি প্রযোজ্য।

সকল সিদ্ধান্তের ক্ষেত্রে ভোরের আলো আইটি অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

ভোরের আলো আইটি কোনো সার্ভিস বা সেবা নেওয়ার পর উপরোক্ত কোনো নীতিমালা ভঙ্গ করলে বা ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করলে বিনা নোটিসে ভোরের আলো আইটি সেই সেবা বা সার্ভিস বাতিল করার ক্ষমতা রাখে। একই সাথে জরিমানা করতেও পারে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত যা সেবা বা সার্ভিস ভঙ্গকারী প্রদানে বাধ্য থাকবে। নীতিমালা ভঙ্গের জন্য কোনো সেবা বা সার্ভিস বাতিল হলে তার ক্রয়মূল্য অফেতযোগ্য।

সময়ের প্রয়োজনে বা নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যেকোন সময় যেকোন নীতিমালা পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিত হতে পারে।

07. রেফারেল কমিশন বোনাস ও ক্যাশব্যাক

ভোরের আলো আইটি যে কোনো সার্ভিস/কোর্স ক্রয় করার ক্ষেত্রে কেউ যদি আপনার রেফারেল কোড ব্যবহার করে তাহলে আপনি ২০% পর্যন্ত (বিকাশ/রকেট/নগদ) কমিশন পাবেন এবং ক্রয়কারী ১০% পর্যন্ত (বিকাশ/রকেট/নগদ) ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাক/কমিশন পাওয়া যাবে সম্পূর্ণ পেমেন্ট করার পরবর্তী ০৭-৯০ কর্ম দিবসের মধ্যে।

ক্যাশব্যাক/কমিশন পাওয়ার জন্য অবশ্যই কোর্স/সার্ভিস ক্রয়কারীকে কোর্স/সার্ভিস অর্ডার ফরমে রেফারেল কোড প্রদান করতে হবে। ভোরের আলো আইটির যে কোনো কোর্স/সার্ভিস বিক্রি করার জন্য আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে চাইলে এখনই ভোরের আলো আইটির রেফারেল বোনাসের এই ফরম পূরণ করে আপনার রেফারেল কমিশন আইডি কোডটি সংগ্রহ করুন।

বিঃদ্রঃ সম্পূর্ণ পেমেন্ট করার পরবর্তী ০৭-৯০ কর্ম দিবসের মধ্যে ক্যাশব্যাক/কমিশন পরিশোধিত না হলে ভোরের আলো আইটির প্রধান অ্যাডমিনকে বিষয়টি অবহিত করতে হবে। প্রতিটি কোর্স/সার্ভিস ক্রয়-বিক্রয়ের বিপরীতে ক্রয়কারী এবং রেফারেল কোডধারী সর্বোচ্চ ৫০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক/কমিশন পাবেন।

‘নিজে জানুন, অন্যকে জানান’ এই শ্লোগান নিয়ে আমাদের ব্লগে পথচলা।
ইন্টারনেট ও তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট লেটেস্ট আপডেট নিজে জানুন, অন্যকে জানান।

এই ব্লগটি মূলত সমকালীন বিষয় ভিত্তিক ও তথ্য-প্রযুক্তি বিষয়ক টিপস এবং ট্রিকস নিয়ে। শুধুমাত্র নিজে জানার মধ্যে কোন স্বার্থকতা নেই। বরং নিজে নতুন কিছু জানলে তা সবার সাথে শেয়ার  করার মাধ্যেই পূর্নতৃপ্তী! এই সাইটটি মূলত প্রত্যেক কে সহযোগীতা করার উদ্দেশ্যে তৈরী। প্রত্যেকে নতুন কিছু জেনে থাকলে একে অপরকে জানানোর চেষ্টা করবেন। নিম্নলিখিত স্বল্প কিছু বিষয় খেয়াল রেখে পোস্ট ও মন্তব্য করার নির্দেশ দেয়া হলঃ

১.০.০ পোস্টের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং পোস্টে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে। অহেতুক বাংলা ইনংরেজি মিশ্রিত পোস্ট করা যাবে না।  ইংরেজি ভাষায় পোস্ট করা যাবে কিন্তু অন্য কোন ভাষায় পোস্ট করা যাবে না। অভ্র ইউনিকোড ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।

১.০.১ অহেতুক ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন পোস্ট করা যাবে না। তবে প্রয়োজনে ইংরেজি বাংলা মিশ্রিত করে পোস্ট করা যাবে।

১.০.২ টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।

১.০.৩ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি টিউনে সরাসরি প্রকাশ বা আপলোড না করাই ভাল। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো আমাদের ব্লগ নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।

১.০.৪ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই পোস্ট করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়। হ্যাকিংকে অপরাধ নয় বরং সুরক্ষার জন্য ব্যাবহার করতে আমাদের ব্লগ উৎসাহিত করে।

১.০.৫ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে পোস্ট করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।

১.০.৬ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে পোস্ট করা যাবে তবে তা অবশ্যই ব্লগ নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

১.০.৭ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু পোস্ট করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।

১.০.৮ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা ব্লগে পোস্ট করতে আমাদের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা এখানে পোস্ট করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।

১.০.৯ অর্ধেক পোস্ট করে বাকি পোস্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোস্ট করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে পোস্ট করা যাবে।

১.১.০ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে পোস্ট করা যাবে না। পোস্টে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।

১.১.১ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।

১.১.২ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করার ক্ষেত্রে পোস্ট অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে।  রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করা যাবেনা। চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার পোস্ট করা যাবে না।

১.১.৩ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক পোস্ট প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে পোস্ট করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।

১.১.৪ প্রচারণার ও প্রমোশনের উদ্দেশ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ দ্বারা আয়োজিত বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতা, আলোচনাসভার আয়োজনের খবর ও অংশগ্রহণের খবর প্রকাশ করা যাবে না। শুধুমাত্র বিশ্বস্ত মুক্ত কমিউনিটি, সংঘ, অবাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিশ্বস্ত গ্লোবাল প্রতিষ্ঠান ও কমিউনিটি দ্বারা আয়োজিত বিভিন্ন আয়োজনের খবর প্রকাশ করা যাবে।

১.১.৫ ডলার কেনা অথবা বেচা উভয় পোস্টের পোস্টারকে এবং ডলার কেনা বেচা নিয়ে মন্তব্যে কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই কমেন্টারকেও  কোন রকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ী ভাবে ব্লক করা হবে।

১.১.৫ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোস্ট করা যাবে না বা এধরনের লেখা, পোস্টে থাকা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোস্টে ব্যবহার করা যাবে না। সেই সাথে কোন জাতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোন লেখা দেয়া যাবে না।

১.১.৬ মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না। মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব এই ব্লগ বহন করে না।

১.১.৭ ছোট পোস্ট গ্রহণযগ্য নয় এবং পোস্ট এর মাঝে শুধু মাত্র মিডিয়া ফায়ার অথবা সরাসরি ডাউনলোড লিংক ব্যবহার না করে নিজের সাইটের পাবলিসিটি করবেন না। অতিরিক্ত বিভাগ দেয়া যাবে না (আদর্শ 1 টি)। পোস্ট এর মাঝে অবশ্যই ফিচার ইমেজ যুক্ত করুন। adf. ly, tinyurl, PTC, ভুয়া অনলাইন ইনকাম, একাধিক বার বিজ্ঞাপন, কপি পেস্ট পোস্ট করলে আপনাকে ব্লগ থেকে ব্যান/বাতিল করা হবে সাথে সাথে।

(নীতিমালা সংশ্লিষ্ট কোন ফিডব্যাক থাকলে ব্লগ অ্যাডমিনকে মেইল কিংবা স্কাইপ কলের মাধ্যমে জানাতে পারেন)

আপনার নাম লিখুন


আপনার ব্যবহ্নত ইমেইল ঠিকানা দিন *


আপনার প্রশ্ন বা মন্তব্য লিখুন *


Tech Ornate



বিঃদ্রঃ (নীতিমালাগুলো বিভিন্ন প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংগৃহীত সেই সাথে যেকোন সময় প্রয়োজনের তাগিদে নীতিমালা পরিবর্তিত কিংবা সংযোজিত হতে পারে)


এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url