নামাজের দোয়া ও সূরা আরবি | উচ্চারণ ও অর্থ

প্রিয় আর্টিকেল পাঠক, আমরা আজকের আর্টিকেলে নামাজের দোয়া ও সূরা আরবি, উচ্চারণ ও অর্থ সম্পর্কে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নামাজের দোয়া ও সূরা সঠিক ভাবে পড়তে জানেনা। তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। পাঠক, আসুন তাহলে জেনে নেয়া যাক, নামাজের দোয়া ও সূরা আরবি, উচ্চারণ ও অর্থ সম্পর্কে বিস্তার পড়ুন।

নামাজের দোয়া ও সূরা আরবি | উচ্চারণ ও অর্থ

পাঠক, আপনারা নিশ্চয়ই জানতে চেয়েছেন ? নামাজের দোয়া ও সূরা আরবি,উচ্চারণ ও অর্থ সম্পর্কে। আজকে ভোরের আলো আইটি পক্ষ থেকে নামাজের দোয়া ও সূরা আরবি,উচ্চারণ ও অর্থ সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।

নামাজের দোয়া ও সূরা আরবি, উচ্চারণ ও অর্থ "উপস্থাপনা"

নামাজ আমরা সবাই পড়ি কিন্তু নামাজে যে সকল দোয়া এবং সূরা আমরা পড়ে থাকি তার অর্থ আমরা অনেকেই জানিনা। যদি নামাজের দোয়া ও সূরার অর্থ জানা থাকে তাহলে মনোযোগ সহকারে আমরা নামাজ আদায় করতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি নামাজের দোয়া ও সূরা আরবি উচ্চারণ সঠিকভাবে না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি অনেক উপকৃত হবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।

নামাজের দোয়া ও সূরা আরবি, উচ্চারণ ও অর্থ 

সুরা ফাতেহা | নামাজের দোয়া ও সূরা আরবি,  উচ্চারণ ও অর্থ

আরবিঃ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

উচ্চারণ : বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

আরবিঃ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন।
অনুবাদ : সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।

আরবিঃ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : আররহমা-নির রাহি-ম।
অনুবাদ :  যিনি পরম দয়ালু ও করুণাময়।

আরবিঃ مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

আরবিঃ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

আরবিঃ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম
অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।

আরবিঃ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
অনুবাদ : তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন, এবং তাদের পথে নয় যারা  আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট, আমীন।

সুরা কাওছার | নামাজের দোয়া ও সূরা আরবি,  উচ্চারণ ও অর্থ

আরবিঃ  إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
উচ্চারণ :ইন্না আ'তাইনা-কাল্ কাওছার
অনুবাদ : নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।

আরবিঃ  فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
উচ্চারণ :ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্'হা'র ৷
অনুবাদ :অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।

আরবিঃ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
উচ্চারণ :ইন্না শানিয়াকা হুয়া'আলআবতার ৷
অনুবাদ :যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।

সুরা ফালাক | নামাজের দোয়া ও সূরা আরবি,  উচ্চারণ ও অর্থ

আরবিঃ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
উচ্চারণ ক্বুল আউযু বিরাব্বিল ফালাক।
অনুবাদ :বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

আরবিঃ مِن شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ মিন শাররি মাখালাক্ব।
অনুবাদ :তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

আরবিঃ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
উচ্চারণ ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা অক্বাব।
অনুবাদ :অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

আরবিঃ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
উচ্চারণ ওয়া মিন শাররিন নাফ্‌ফাসাতি ফিল্‌ উকাদ।
 অনুবাদ :গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

আরবিঃ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
উচ্চারণ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
অনুবাদ :এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

সুরা নাস | নামাজের দোয়া ও সূরা আরবি,  উচ্চারণ ও অর্থ

আরবিঃ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ 
উচ্চারণ ক্বুল আউযু বিরাব্বিন নাস।
অনুবাদ :বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার।

আরবিঃ مَلِكِ النَّاسِ  
উচ্চারণ মালিকিন্নাস
অনুবাদ :মানুষের মালিকের

আরবিঃ إِلَـٰهِ النَّاسِ 
উচ্চারণ ইলাহিন্নাস।
অনুবাদ :মানুষের মা' বুদের

আরবিঃ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ 
উচ্চারণ মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস।
অনুবাদ :তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে

আরবিঃ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ 
উচ্চারণ আল্লাযি ইউওয়াস ইসু ফী সুদুরিন্নাস।
অনুবাদ :যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

আরবিঃ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ 
উচ্চারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস।
অনুবাদ :জিনের অথবা মানুষের মধ্যে থেকে

আত্তাহিয়াতু দোয়া | নামাজের দোয়া ও সূরা আরবি, উচ্চারণ ও অর্থ

আরবিঃ – اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِيْنَ، أَشْهَدُ أَن لَّاإِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. –

উচ্চারণ ‘আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তায়্যিবাত। আসসালামু আলাইকা, আইয়্যু হান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আস সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ।’

অর্থ : ‘সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবি! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।

দরুদ শরীফ | নামাজের দোয়া ও সূরা আরবি, উচ্চারণ ও অর্থ 

আরবিঃ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَّعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ, وبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِْيدٌ مَجِيْدٌ . –

উচ্চারণ ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওয়ালা আলি মুহাম্মদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ওয়ালা আলি মুহাম্মদ, কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।’

 অর্থ: "তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক।" এটিও একটি একটি দুরূদ। একটি দুরুদের অর্থ এরকম: “হে আল্লাহ, মুহাম্মাদের প্রতি আপনি দয়া পরবশ হোন। তার আলোচনা ও নামকে আপনি এই পৃথিবীর সকল আলোচনা ও নামের মাঝে সর্বোচ্চ স্থানে রাখুন।”

দোয়া মাসুরা

আরবিঃ اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ، فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরাও ওলা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম-মিন ইনদিকা, ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।’

অর্থ: হে আল্লাহ্! আমি আমার আত্মার ওপর অনেক জুলুম করেছি এবং তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই। অতএব আমাকে ক্ষমা কর তােমার নিজের পক্ষ হতে এবং আমাকে দয়া কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান।

সর্বশেষ কথা

আপনারা যারা এতক্ষণ আমাদের পোষ্টের সাথেই ছিলেন তারা নিশ্চয়ই নামাজের দোয়া ও সূরা আরবি উচ্চারণ ও অর্থ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের এই পোস্টটিতে আমরা নামাজের দোয়া ও সূরা আরবি, উচ্চারণ ও অর্থ সম্পর্কে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url