বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন | সকল সেমিস্টার খরচ ফি

প্রিয় পাঠক, বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন আজকের এই পোস্টে আমরা বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই আছে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাই কিন্তু এর তথ্য সহজে পায় না। আজকের আর্টিকেল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই আর্টিকেলে আপনাদের জন্য বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পর্কে তথ্য নিয়ে সাজিয়েছি।


আপনারা যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন নিয়ে অনেক বিভ্রান্তিতে থাকেন ও জানতে চান। তাহলে আজকে আপনি সঠিক জায়গায় এসেছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে  ভোরের আলো আইটির এই পোস্টটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ুন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন 'উপস্থাপনা'

পাঠক, আপনারা জানতে চেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পর্কে। অনেকে আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন জানে না। আর এসকল তথ্য সচরত পাওয়া যায় না। তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে বেশিরভাগই কর্মজীবী। যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করতে চাই তাদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকেই পারিবারিক সমস্যার কারণে পড়াশোনার জন্য দীর্ঘ সময় সেশন গ্যাপ হয়ে থাকে। তারা চাইলে পরবর্তীতে যেকোনো প্রতিষ্ঠান পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাদের একমাত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ আছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন আবেদন

পাঠক, আপনারা অনেক সময় বিপদে পড়ে যান যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন কিভাবে করে কোথায় করে কখন করে। এসব প্রশ্নের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BA/BSS ভর্তি ও রেজিস্ট্রেশন অনলাইনে মাধ্যমে করা হয়।

বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BA /BSS জন্য ভর্তির যোগ্যতা

  • এইস.এস.সি পাস
  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কাগজ জমা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কাগজ বা পেপারস অবশ্যই উন্মুক্ত আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। কারণ উন্মুক্ত কলেজে সকল কার্যক্রম উন্মুক্ত আঞ্চলিক হেড অফিসে সম্পন্ন করা হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বই সম্পূর্ণ ফ্রি

আরেকটি কথা বাংলাদেশ সরকার উন্মুক্ত আঞ্চলিক হেড অফিস থেকে বই ফ্রিতে দেওয়ার  প্রসেস রয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রশিদ জমা


পাঠক, প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে আঞ্চলিক অফিসে গিয়ে পেমেন্ট স্লিপ জমা দিয়ে আসতে হবে। প্রতি সেমিস্টার রেজিস্ট্রেশন করার সময় কলেজের পেমেন্ট স্লিপ এবং বইয়ের লিস্ট এর অনলাইন কপি দেখালে আপনাকে উন্মুক্ত আঞ্চলিক হেড অফিস বই দিতে বাধ্য থাকবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক অফিসে কাগজ জমা 

  • এসএসসি সার্টিফিকেট ফটোকপি সত্যায়িত
  • এইচ এস সি সার্টিফিকেট ফটোকপি সত্যায়িত
  • এসএসসি মার্কশিট ফটোকপি সত্যায়িত
  • এইচ এস সি মার্কশিট ফটোকপি সত্যায়িত
  • ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি সত্যায়িত
  • পাসপোর্ট সাইজ ছবি ৪ কপি
  • চারিত্রিক সনদপত্র ফটোকপি সত্যায়িত
  • অনলাইনে ভর্তি হওয়ার আবেদন ফরম  ফটোকপি সত্যায়িত

বাংলাদেশউন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মোট সেমিস্টার খরচ

বাংলাদেশ BA/BSS ব্যাচেলর ডিগ্রী সাধারণত তিন বছরের কোর্স কিন্তু সম্পন্ন করতে ৪ বছর লেগে যায়। মোট ৬ সেমিস্টার।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার
  • ভর্তি ফরম ফি                =১০০ টাকা
  • ডিজিটাল আইডি কার্ড  =২০০ টাকা
  • রেজিস্ট্রেশন ফি            =২০০ টাকা
  • কোর্স ফি                        =২৯৪০ টাকা
  • পরীক্ষা ফি                     = ৩০০ টাকা
  • সেমিস্টার নম্বরপত্র       =১০০ টাকা
  • মোট                              =৩৮৯০ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার
  • কোর্স ফি =৭৩৫*৪    = ২৯৪০ টাকা
  • রেজিস্ট্রেশন ফি         = ২০০ টাকা
  • পরীক্ষা ফি                  = ৩০০ টাকা
  • সেমিস্টার নম্বরপত্র    = ১০০ টাকা
  • মোট                           =৩৫৪০ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার
  • কোর্স ফি =৭৩৫*৩   = ২২০৫ টাকা
  • রেজিস্ট্রেশন ফি        = ২০০ টাকা
  • পরীক্ষা ফি                 = ২২৫ টাকা
  • সেমিস্টার নম্বরপত্র   =১০০ টাকা
  • মোট                          =২৭৩০ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার
  • কোর্স ফি =৭৩৫*৩   = ২২০৫ টাকা
  • রেজিস্ট্রেশন ফি        = ২০০ টাকা
  • পরীক্ষা ফি                 = ২২৫ টাকা
  • সেমিস্টার নম্বরপত্র   =১০০ টাকা
  • মোট                          =২৭৩০ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার
  • কোর্স ফি =৭৩৫*৩   = ২২০৫ টাকা
  • রেজিস্ট্রেশন ফি        = ২০০ টাকা
  • পরীক্ষা ফি                 = ২২৫ টাকা
  • সেমিস্টার নম্বরপত্র  =১০০ টাকা
  • মোট                          =২৭৩০ টাকা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার
  • কোর্স ফি =৭৩৫*৩   = ২২০৫ টাকা
  • রেজিস্ট্রেশন ফি        = ২০০ টাকা
  • পরীক্ষা ফি                 = ২২৫ টাকা
  • সাময়িক সনদপত্র     =৩০০ টাকা
  • নম্বরপত্র                    =৪০০ টাকা
  • প্রশংসাপত্র                =১০০ টাকা 
  • সেমিস্টার নম্বরপত্র   =১০০ টাকা
  • মোট                          =৩৫৩০ টাকা

সর্বশেষ কথা

পাঠক, নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BA/ BSS ভর্তি ও রেজিস্ট্রেশন সকল তথ্য সম্পর্কে। আশা করি পোস্টটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। এতক্ষণ সঙ্গে থেকে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Username
    Username April 28, 2023 at 9:59 PM

    সকল কিছু ঠিক ঠাক আছে ভাল লেগেছে কিন্তু আমি বিস্তারিত কোথায় পাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্ট সর্ম্পকে । একটু জানান

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url